রাঙামাটিতে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার (১ জুলাই) সকালে প্রাপ্ত রিপোর্টে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসিসহ কোভিড-১৯ নতুন করে আরো ৩১ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় শনাক্ত হয়েছে ২৯৯ জন।
তিনি জানান নতুন শনাক্তদের মধ্যে ৯ জন কাপ্তাই, ১ জন বিলাইছড়ির, ২ জন কাউখালি উপজেলার এবং বাকি ১৯ জন রাঙামাটি পৌর এলাকার।
কাপ্তাই উপজেলায় মোট ৬৮ জন এ ভাইরাসে আক্রান্ত। যাদের বেশির ভাগই পুলিশ এবং নৌ-বাহিনীর সদস্য বলে জানান তিনি।
মঙ্গলবার রাতে করোনা উপসর্গ নিয়ে রাঙামাটি পৌর এলাকায় একজন ও লংগদু উপজেলায় একবৃদ্ধে মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য প্রেরণ করা হয়েছে জানিয়েছেন ডা. মোস্তফা কালাম।
সিভিল সার্জন অফিসের তথ্যমতে রাঙামাটিতে এখন পর্যন্ত আক্রান্ত ২৯৯ জন। সুস্থ হয়েছেন ১৩৮ জন এবং মারা গেছে ৬ জন। আক্রান্তের দিক থেকে সর্বোচ্চ স্থানে রাঙামাটি পৌর এলাকা। এখানে আক্রান্ত ১৫৪ জন,

