চলমান মহামারি করোনার ক্রান্তিকালে পরিবহন শ্রমিকদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন আওয়ামী লীগেv আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও গণমাধ্যম ব্যক্তিত্ব নেহরীন মোস্তফা দিশি।
রোববার (১২ জুলাই) সকালে সায়দাবাদ বাস টার্মিনালে দরিদ্র পরিবহন শ্রমিকদের নিজ উদ্যোগে এ সুরক্ষা সামগ্রী প্রদান করেন তিনি।
এ সময় নেহরিন মোস্তফা দিশি বলেন, গণপরিবহন শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। শত শত যাত্রীদের সেবায় নিয়োজিত এই পরিবহন শ্রমিকদেরও ব্যক্তিগত সুরক্ষা প্রয়োজন। তাই এসব অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস আমার।
এসময় বিভিন্ন ব্যবসায়ী, রাজনীতিবিদদেরও পরিবহন শ্রমিক ও হত দরিদ্রের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহীদ শেখ কামালের সহধর্মিণী সুলতানা কামালের ছোট ভাই গোলাম আহমেদ টিটু, সায়দাবাদ আন্তঃজেলা শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নেতৃবৃন্দ।

