লাইসেন্স ছাড়া হাসপাতাল পরিচালনা, ভুয়া ডাক্তার ও অবৈধ ওষুধ রাখার দায়ে রাজধানীর ডেমরায় একটি হাসপাতাল সিলগালা ও তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
আরো পড়ুনঃ করোনা রোগী কমছে হাসপাতালে, বাসায় সুস্থ হচ্ছে বেশি
রোববার (১২ জুলাই) রাতে ডেমরা সারুরিয়ার হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনেস্টিক্সে অভিযান চালায় র্যাব। এসময় সনদ ও প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া রোগী দেখা ও ব্যবস্থাপত্র দেয়ায় হাসপাতালটির নির্বাহী পরিচালক সৈকত হোসাইন সুমনকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া নিষিদ্ধ ও বিদেশি অবৈধ ওষুধ রাখা এবং ভুয়া প্যাথলজিক্যাল রিপোর্ট দেয়ার দায়ে আরও দুইজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

